• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৪:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৪:১১ পিএম

ইনডোর এশিয়া কাপ হকি

ফিলিপাইনকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় 

ফিলিপাইনকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয় 
ইনডোর এশিয়া কাপ হকিতে অংশ নেয়া বাংলাদেশ দল। ফটো : সংগৃহীত

প্রথমবারের মতো থাইল্যান্ডে অনুষ্ঠিত ইনডোর এশিয়া হকি কাপে অংশ নেয়া বাংলাদেশ দল ফিলিপাইনকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। মাইনুল ইসলাম কৌশিক একাই করেছেন ৬ গোল।

বুধবার (১৭ জুলাই) থাইল্যান্ডের চোনবুড়িতে অনুষ্ঠিত ম্যাচের চতুর্থ মিনিটে মইনুল ইসলাম কৌশিকের গোলে লিড পায় বাংলাদেশ। এক মিনিট পরে আবারো মইনুল গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজরা। 

এরপর আশরাফুল ইসলাম, রাসেল মাহমুদ জিমির সঙ্গে মইনুল আরো দুই গোল করলে ৬-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে আবারো গোল করেন কৌশিক। শেষ দিকে জিমির সাথে কৌশিক নিজের ষষ্ঠ গোল করলে ৯-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ হকি দল।

এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৬-০ ও দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ৮-০ গোলে হারা বাংলাদেশ তৃতীয় ম্যাচে এসে ঐতিহাসিক জয় পেয়ে গেল। বৃহস্পতিবার (১৮ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজের দল।

আরআইএস 

আরও পড়ুন