• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৬:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৮:৩৮ পিএম

রোমান সানাকে বিমানবন্দরে বরণ করে নিলেন ক্রীড়াপ্রতিমন্ত্রী

রোমান সানাকে বিমানবন্দরে বরণ করে নিলেন ক্রীড়াপ্রতিমন্ত্রী
ছবি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

এশিয়ান কাপ আর্চারিতে চ্যাম্পিয়ন হয়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশে ফিরেছেন রোমান সানা। বিমানবন্দরেই তাকে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নিয়েছেন ক্রীড়াপ্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

গত শুক্রবার ফিলিপাইনে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা চীনের জিয়াং শিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। এরপরই তাকে নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হওয়ার আগেই দেশের প্রথম আর্চার হিসেবে অলম্পিক গেমস খেলার যোগ্যতা অর্জন করেছিলেন সানা। 

রোমান সানাকে বরণ করতে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রীড়াপ্রতিমন্ত্রী বলেন, ‘রোমান সানাসহ আরচারদের এ অর্জনে দেশবাসীর সাথে আমিও আনন্দিত ও গর্বিত। আগামীতেও আমাদের সোনার ছেলেরা সাফল্য অব্যাহত রেখে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবে বলে আমি আশা রাখি। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করছি।’

এমএইচবি

আরও পড়ুন