• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৪:৩০ পিএম

আমিই দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকা-রোমান সানা

আমিই দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকা-রোমান সানা
সংগৃহীত ছবি

এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন, অলিম্পিকে সুযোগও পেয়েছেন ইতোমধ্যেই। যার জন্য চারদিক থেকেই অভিনন্দন বার্তা পাচ্ছেন রোমান সানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ বাসভবনে গিয়ে মিষ্টিও খেয়েছেন তার হাতে। দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে নিঃসন্দেহে বড় নাম রোমান। 

দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিককে দেয়া এক সাক্ষাৎকারে রোমানের দাবি দেশের ক্রীড়াঙ্গনের সেরা তারকা তিনি নিজেই। রোমান বলেন, ‘ক্রীড়াঙ্গনের সেরা তারকা আমি নিজে। আমার বিবেচনায় অন্য কেউ সেরা নয়। কারণ লড়াই করে, প্রতি পদে পদে নিজেকে প্রমাণ করে টোকিও অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেছি। পাশাপাশি এই খেলাটিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো, এমন বৈশ্বিক সাফল্যের পরও কোনো কোনো মিডিয়ার ক্রীড়া পুরস্কারে আমি হয়তো বা বাদ হয়ে যাব ক্রিকেটারদের তোপে। দেশের বাইরে যতই সুনাম হোক, দেশে আমি ছোট খেলার এক খেলোয়াড়। এটাই আমাদের নিয়তি!’

বাংলাদেশের বর্তমানে এক নম্বর খেলা কী? এমন প্রশ্নের জবাবে যে কেউই বলবেন ক্রিকেটের কথা। তবে এশিয়ান পর্যায়ে বাংলাদেশের হয়ে সোনা জেতা রোমান সানা মনে করেন দেশের এক নম্বর খেলা আর্চারিই। এর পেছনে যুক্তিও আছে তার। 

তিনি বলেন ‘দেখুন, ক্রিকেট ও আর্চারি দুটিই আমাদের খেলা। যেকোনো খেলায় আমাদের কেউ সাফল্য পেলে অবশ্যই আমরা খুশি হই, এখানে কোনো বিরোধ নেই। তা ছাড়া আমিও স্কুলে ক্রিকেট খেলেছি। আমি বলতে চেয়েছি, সাফল্য এবং প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে আর্চারি এক নম্বরে। ক্রিকেট কয়টা দেশ খেলে, সেটা সবাই জানে। আর আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল ৯২টি দেশ। বিভিন্ন দেশের ১০৪ জনের সঙ্গে লড়াই করে আমি প্রথমে ২০-তম হয়েছি র‌্যাংকিং (কোয়ালিফিকেশন) রাউন্ডে। এরপর ব্রোঞ্জ পদকের জন্য আমাকে টানা ছয় ম্যাচ খেলতে হয়েছে, তার আগে কোনোটা হেরে গেলেই আমি বাদ। গত বিশ্বকাপ ক্রিকেটের কথা ধরলে, ৯ ম্যাচের মধ্যে ছয়টি জিতলেই বোধ হয় সেমিফাইনালে উঠত আমাদের দল। যেকোনো ছয়টি জিতলেই হতো। আর্চারির মতো টানা জিততে হয় না। সদ্য শেষ হওয়া এশিয়া কাপ আর্চারিতেও ১৫ দেশের আর্চারদের সঙ্গে লড়ে আমি সোনা জিতেছি, এর আগেও একবার জিতেছি ২০১৪ সালে। পাশাপাশি আমি দুইবারের রানার-আপও। আমাদের ক্রিকেট দল কখনো এশিয়া কাপ জেতেনি। এখন বলেন, দেশের কোন খেলাটি এক নম্বরে?’

এমএইচবি

আরও পড়ুন