• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৯:৩২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ০৯:৩২ পিএম

আমরা খুশি: মুমিনুল

আমরা খুশি: মুমিনুল
মুমিনুল হক। ছবি : সংগৃহীত

পাঁচ দিনের মাথায় তিনবার সংবাদ সম্মেলনে এলেন মুমিনুল হক। টেস্ট শুরুর আগের দিন যেমন, পরের দুই দিন বিধ্বস্তই লেগেছে নতুন এই টেস্ট অধিনায়ককে। তার কারণটাও জানা সবার। মাত্র তিন দিনেই ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের প্রথম অধিনায়ক তার ব্যাখ্যা করেছেন এভাবে, ‘আমাদের আরও বেশি টেস্ট ম্যাচ খেলতে হবে। আপনারা দেখেন, গত ৭ মাসে আমরা কেবল দুটি টেস্ট খেলেছি। অন্য দলগুলোর মতো আমরা টেস্ট খেলি না। আমি মনে করি এটাই মূল কারণ (ব্যর্থতার)।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে অংশ হতে পারায় নিজেদের আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা খুশি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তাদের জন্য বিশাল সুযোগ, যারা টেস্ট খেলে। এটা বড় একটা প্রতিযোগিতা। আইসিসি যদি এর আয়োজন না করতো, আমরা বেশি টেস্ট খেলতে পারতাম না। প্রত্যেকের জন্য এটা ভালো হবে।’

ভারতের বিপক্ষে হারের কারণ হিসেবে তিনি আরও বলেন, ‘বোলিং আক্রমণ ছিল চ্যালেঞ্জিং। ওপেনাররা প্রথম ১৫-২০ ওভার খেললে ব্যাটিং লাইন আপের বাকিদের জন্য খেলা সহজ হয়ে যায়। ভারতের ভয়ঙ্কর বোলিং আক্রমণ, তবে আমরাও ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ। আমরাও আমাদের সুযোগ কাজে লাগাতে পারিনি।’ 

এমএইচবি

আরও পড়ুন