• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৮:২৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৮:২৩ এএম

বঙ্গবন্ধু বিপিএল : প্লেয়ার্স ড্রাফটে আছেন তিন ভারতীয় ক্রিকেটারও

বঙ্গবন্ধু বিপিএল : প্লেয়ার্স ড্রাফটে আছেন তিন ভারতীয় ক্রিকেটারও
ফাইল ছবি

গুঞ্জনটা শুনা গিয়েছিল আগেই। বাংলাদেশ ও ভারতের মধ্যেকার তৃতীয় টি-টোয়েন্টির আগে দ্বিপক্ষীয় আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। বৈঠকের আগে পাপন জানিয়েছিলেন আলোচনা হবে বঙ্গবন্ধুর নামে আয়োজিত বিপিএলের বিশেষ আসরে ভারতীয় ক্রিকেটারদের আনার ব্যাপারে।

শনিবার বিপিএলের লোগো উন্মোচনের পর এই ব্যাপারে জানতে চাইলে পাপন বলেন, ‘আমি ওদের (বিসিসিআই) প্রস্তাবটা দিয়েছিলাম। তবে ভারতের ক্রিকেটারদের চুক্তির একটি বিষয় থাকে, যেটি অমান্য করে আসলে ওরা বাইরের লীগ খেলতে পারবে না। এমনিতে মৌখিক সম্মতি দিয়েছে ওরা। চুক্তির বাইরে যারা আছে তাদের পাওয়া যাবে বিপিএলে। এটি যেহেতু সময়সাপেক্ষ ব্যাপার, তাই এবারের বিপিএলে হয়তো পাওয়া যাবে না। আগামী আসরে ঠিকই দেখা যাবে ভারতীয় ক্রিকেটারদের।’

বিসিবি সভাপতি এমন বক্তব্য দিলেও বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে আছে তিন ভারতীয় ক্রিকেটারের মানভিন্দর বিসলা, কুমার বোরেসা ও মানপ্রিত গণির নাম। উইকেটরক্ষক ব্যাটসম্যান বিসলা ‘ডি’ গ্রেড, ডানহাতি পেসার মানপ্রিত ‘বি’ গ্রেড ও স্পিনিং অলরাউন্ডার বোরেসাকে রাখা হয়েছে ‘সি’ গ্রেডে।

এমএইচবি

আরও পড়ুন