• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৯, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৩:৩৫ পিএম

ইডেন টেস্টে বুলবুল-সরোয়ারের না থাকার কারণ জানালেন দুর্জয়

ইডেন টেস্টে বুলবুল-সরোয়ারের না থাকার কারণ জানালেন দুর্জয়
বাংলাদেশের অভিষেক টেস্টের আগে সে সময়কার ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে নাঈমুর রহমান দুর্জয়

আগামী ২২ থেকে ২৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠেয় দিবারাত্রির টেস্ট ম্যাচে বাংলাদেশের অভিষেক টেস্ট সদস্যদের আমন্ত্রণ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বুধবার (২০ নভেম্বর) কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন অভিষেক টেস্টের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।

কিন্তু এই টেস্টের আমন্ত্রিতদের তালিকায় বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল এবং কোচ সারোয়ার ইমরান নেই। এই ব্যাপারে কলকাতায় ‍যাওয়ার আগে মুখ খুলেছেন দুর্জয়।

তিনি বলেন, ‘আসলে আমন্ত্রণটা আসছে দলের খেলোয়াড়দের, কোচের আমন্ত্রণের ব্যাপারে আমি কিছু জানিনা। কারণ আমন্ত্রণটা সিএবি ও বিসিসিআই থেকে এসেছে। ব্যক্তিগতভাবে সবাইকে নিমন্ত্রণ করেছে, আলাদা আলাদা চিঠি দিয়ে আমরা সেটাই গ্রহণ করেছি এবং ওটার উপরই যাওয়া হচ্ছে।’

আমিনুলের সঙ্গে থাকবেন না প্রথম টেস্টের আরেক ক্রিকেটার আল শাহরিয়ার রোকন। এই প্রসঙ্গে দুর্জয় বলেন, ‘আমি আজকেই যাচ্ছি, আকরাম ভাইও আজ যাচ্ছে। বাকিরা সবাই কালকে যাবে। দুর্ভাগ্যবশত দুজন মিস করবে। আমিনুল ইসলাম বুলবুল ভাই উনি জানিয়েছেন উনি আনএভেইলেবল। আল শাহরিয়ার রোকন নিউজিল্যান্ড থেকে আসা কঠিন সাথে ভিসা করতে আরও সময় লাগবে এই দুজন মিস করছে। তাছাড়া বাকিরা কালকের মধ্যে পৌঁছে যাবে।’

এমএইচবি

আরও পড়ুন