• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০২:২৮ পিএম

কিংবদন্তি রজার ফেদেরারের নামে স্মারক মুদ্রা

কিংবদন্তি রজার ফেদেরারের নামে স্মারক মুদ্রা
রজার ফেদেরারের ঐতিহাসিক ব্যাকহ্যান্ড অ্যাকশন স্মারক মুদ্রায় শোভা পাবে। ফটো : সংগৃহীত

টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরারের নামে স্মারক মুদ্রা চালু করতে যাচ্ছে সুইজারল্যান্ড। দেশটির ইতিহাসে এটিই প্রথম কোনো জীবিত ব্যক্তির নামে মুদ্রা চালু হওয়ার নজির হতে চলেছে। 

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় মুদ্রা বিভাগ ফেদেরারের নামে ২০ সুইস ফ্রাঙ্কের ব্রোঞ্জ মুদ্রা (সিলভার কয়েন) চালু করবে। সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরারের সম্মানার্থে এই স্মারক মুদ্রার দুই পাশের এক পাশে থাকবে ফেদেরারের ছবি আর অন্যপাশে লেখা থাকবে ২০। এই ২০ সংখ্যার মাধ্যমে বোঝানো হয়েছে রজার ফেদেরার ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই মুদ্রার ছবিতে শোভা পাচ্ছে ফেদেরারের ঐতিহাসিক ব্যাকহ্যান্ড অ্যাকশন।

বিরাট এই সম্মানে নিজেকে নিয়ে গর্ব হচ্ছে ফেদেরারের। টুইটারে তিনি লিখেছেন, ধন্যবাদ সুইজারল্যান্ড ও সুইসমিন্টকে, এই অসাধারণ সম্মাননার জন্য। আমি অনেক খুশি হয়েছি। এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয়। ধন্যবাদ সুইজারল্যান্ড।

আরআইএস 
 

আরও পড়ুন