• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২০, ০১:১৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৮, ২০২০, ০১:২০ পিএম

ফিল্যান্ডারকে অকথ্য ভাষায় গালি দিলেন বাটলার (ভিডিও)

ফিল্যান্ডারকে অকথ্য ভাষায় গালি দিলেন বাটলার (ভিডিও)
স্লেজিং করতে গিয়ে তিনি ভারনন ফিলান্ডারকে উদ্দেশ্য করে গালি দেন জস বাটলার। ফটো : ক্রিকেট টাইমস

                        ভারনন ফিল্যান্ডারকে দেয়া জস বাটলারের গালির ভিডিও  

কেপ্টাউন টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানের বিশাল ব্যবধানে চার ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে ইংল্যান্ড। তবে ফলাফলকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে প্রোটিয়া ক্রিকেটার ভারনন ফিল্যান্ডারকে দেয়া ইংলিশ উইকেটরক্ষক জস বাটলারের গালি।

ইংল্যান্ডের ছুড়ে দেয়া ৪৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। শেষ দিনের খেলা সমাপ্ত হতে তখণ বাকি ২০ ওভার; দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৭ উইকেটে ২৩৭ রান। ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইকে ছিলেন ফিল্যান্ডার। 

একের বল এক বল খেলে ক্রিজে পড়ে থেকে ম্যাচ ড্রয়ের পথে এগিয়ে নিতে ভূমিকা রাখতে থাকা ফিলান্ডারের উপর তখনই নিজের রাগ ঝাড়তে শুরু করেন বাটলার। স্লেজিং করতে গিয়ে তিনি ফিলান্ডারকে উদ্দেশ্য করে এমন গালি দিতে থাকেন যা লেখার অযোগ্য। সেই গালি শুনেও কোনো প্রতিক্রিয়া দেখাননি ফিল্যান্ডার।

টিভিতে স্পষ্ট শোনা গিয়েছিল কী বলছেন বাটলার। যা মুহূর্তের মধ্যে সমালোচনার ঝড় সৃষ্টি করে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষমাপ্রার্থনা করেন স্কাই স্পোর্টসের উপস্থাপক নিক নাইট। বাটলারের গালির কয়েক ওভার পরেই টিভিতে নিক নাইট বলেন, আমরা ক্ষমা চাচ্ছি, যদি আপনারা টিভিতে গালির কিছু অংশ শুনে থাকেন। মাঠের মধ্যে পরিস্থিতি এখন সত্যিই নিয়ন্ত্রণের বাইরে।

পরে ম্যাচ ঠিকই জিতে নেয় ইংল্যান্ড। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হন ফিল্যান্ডার। তার আগে অবশ্য খেলেন ৫১টি বল, করেন ৮ রান। এত গালাগালির পরেও ম্যাচ শেষে ক্ষমা চাননি বাটলার। আরও আশ্চর্যজনক বিস্ময় হলো, তার বিরুদ্ধে এখন কোনো শাস্তির ঘোষণা আসেনি।

আরআইএস 

আরও পড়ুন