• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ১১:০১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ১১:০১ এএম

এবার পুলিশ কনস্টেবলে চোখ জেমির

এবার পুলিশ কনস্টেবলে চোখ জেমির

ফয়সাল হোসেনের পর এবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে নতুন করে আরেক তরুণ ফুটবলারের দিকে নজর দিয়েছেন। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের উইঙ্গার ম্যাথিউজ বাবলুর ওপর নজর রেখেছেন বাংলাদেশের ব্রিটিশ কোচ।

২১ বছর বয়সী সেই তরুণ ম্যাথিউজ বাবলুর খেলায় মুগ্ধ হওয়ার কথা দেশের এক শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন জেমি।

বাবলু বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি করছেন ২০১৭ সাল থেকে। ভালো ফুটবল খেলার সুবাদেই পুলিশে চাকরি হয় তার। 

পেশাদার লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে গত বছর পুলিশকে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বাবলু। দেশের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে এসেও ঝলকটা দেখিয়ে যাচ্ছেন দিনাজপুরের এই তরুণ।

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে সাইফ স্পোর্টিংকে ৩-১ গোলে হারানোর ম্যাচে প্রথম গোলটি এসেছিল বাবলুর পা থেকেই। বাবলুর গোলটি ছিল দুর্দান্ত। ডি-বক্সের ওপর থেকে বুক দিয়ে বল নামিয়ে সাইড ভলিতে জড়িয়ে দেন জালে। 

জেমি ডে জানিয়েছেন, ‘ফাহিমকে ডেকেছি, বাবলুর ওপরও আমি নজর রেখেছি। ছেলেটা ভালো খেলছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে। কঠোর পরিশ্রম করলে আরও উন্নতি করার সুযোগ আছে বাবলুর।’

আরও পড়ুন