• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২০, ০৯:৪০ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২০, ০৯:৪০ পিএম

শক্তিশালী দল নিয়ে আগামী বিশ্বকাপ খেলবে বাংলাদেশ : সাকিব

শক্তিশালী দল নিয়ে আগামী বিশ্বকাপ খেলবে বাংলাদেশ : সাকিব
সাকিব আল হাসান ● ফাইল ছবি

জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের এক শক্তিশালী দল থাকবে।

ভক্তদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের লাইভ সেশনে তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের অনেক কিছুর প্রয়োজন রয়েছে (পরবর্তী বিশ্বকাপে ভালো করার জন্য)। আমি বিশ্বাস করি, আমাদের এরই মধ্যে তা আছে যা আমাদের প্রয়োজন। আমাদের বর্তমান দলেই বিশ্বকাপে ভালো করার মতো ভালো খেলোয়াড় রয়েছে। কিন্তু তাদের প্রতি ভালো যত্ন নেয়া প্রয়োজন। আমাদের কঠোর প্রস্তুতি দরকার। আমি বিশ্বাস করি, ভারতে অনুষ্ঠিতব্য পরবর্তী বিশ্বকাপে আমাদের একটি ভালো দল থাকবে।’

সাকিব বর্তমানে সপরিবারে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

নিষেধাজ্ঞায় থাকা সাকিব চলতি বছরের অক্টোবরে দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সাকিব বলেন, ‘পরের বিশ্বকাপ ভারতে হবে। ভারতের কন্ডিশন আমরা আমাদের দেশে যেমন পাই তেমনই। কিন্তু সত্য হলো আইসিসির ইভেন্টগুলোতে কন্ডিশন খব কমই গুরুত্ব বহন করে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে অনুষ্ঠিত শেষ দুই বিশ্বকাপে আমরা দেখেছি যে আইসিসি ব্যাটিং পিচের ওপরই জোর দিয়েছে।’

কোভিড-১৯ সংক্রমণের কারণে বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সব ধরনের ক্রিকেট কার্যক্রম স্থগিত রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঢাকা প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। ইউএনবি।

এসএমএম

 

আরও পড়ুন