• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২০, ০৯:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১০, ২০২০, ০৯:৪৫ পিএম

পরিবারকে বাঁচাতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ তামিমের

পরিবারকে বাঁচাতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ তামিমের
তামিম ইকবাল ● ফেসবুক

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে সবাইকে বাড়িতে থাকার পরামর্শ বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।

শুক্রবার (১০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের মানুষদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন তামিম। তার ওই ভিডিওটি প্রকাশ করেছে ইউনিসেফ।

তামিম বলেন, ‘‘বাড়ির বাইরে গেলে আপনি শুধু নিজেকেই ঝুঁকিতে ফেলছেন না, বাড়ির বয়স্ক বা অসুস্থ মানুষদের ঝুঁকিতে ফেলছেন। এটা অনুভব করুন এবং পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন এবং বাড়িতে থাকুন। শহর বা গ্রামে, আপনি যেখানে থাকুন বাড়িতেই থাকুন। বয়স্কদের জন্য ভাইরাসটি বেশি বিপজ্জনক কিন্তু তরুণরাও ঝুঁকিতে আছে। এটা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। ভাইরাসের বিপক্ষে দেশের যুদ্ধে চ্যাম্পিয়ন হিসেবে কাজ করুন। যদিও আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি। দূর থেকে নানাভাবে বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে যোগাযোগ রাখুন। পাশাপাশি ফোন ও ইন্টারনেটে বিভিন্ন গণমাধ্যম থেকে সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন। পরিবার ও আশপাশের মানুষকে যতটা সম্ভব এই ভাইরাস নিয়ে সঠিক তথ্য দিন। আবারও বলছি সব তরুণদের, আপনারা আপনাদের দায়িত্বটা অনুভব করুন। বাসায় থাকুন এবং পরিবারকে নিরাপদ রাখুন।’’

এসএমএম

আরও পড়ুন