• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৭:০৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০৭:০৬ পিএম

কর্মস্থল থেকে নিখোঁজ, কর্মস্থলেই মিলল শ্রমিকের মরদেহ

কর্মস্থল থেকে নিখোঁজ, কর্মস্থলেই মিলল শ্রমিকের মরদেহ

রাজধানীর কদমতলী এলাকা থেকে আমানউল্লাহ (৬৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার এক সপ্তাহের পর শুক্রবার (৩০ আগস্ট) দিবাগত রাতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলেছে, আমানউল্লাহর মরদেহে পচন ধরেছে। দু-তিনদিন আগে তাকে হত্যার পর মরদেহ গুমের উদ্দেশেই মিলের গোডাউনে লুকিয়ে রেখেছিল ঘাতকরা।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

কদমতলি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালালউদ্দিন মীর বলেন, শুক্রবার মধ্যরাতে কদমতলির টেকনো স্টিল মিলের ভেতর থেকে আমানউল্লাহের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছে। এ থেকে ধারণা করা হচ্ছে তাকে দুই থেকে তিন দিন আগে হত্যা করা হয়েছে। আমানউল্লাহ ওই মিলের পরিচ্ছন্ন কর্মী ছিলেন। কি কারণে এ তাকে হত্যা করা হয়েছে, তার তদন্ত শুরু হয়েছে।

নিহতের ভাই আসাদ জানান, গত এক সপ্তাহ ধরে তার ভাই নিখোঁজ ছিলেন। থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়। শুক্রবার রাতে পুলিশ ফোন করে জানায় একটি মরদেহ পাওয়া গেছে। পরে আমরা গিয়ে তা শনাক্ত করি। তার সঙ্গে কারো কোনও শত্রুতা ছিল না। তিনি ওই মিলেই চাকরি করতেন। নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে।

এইচএম/এসএমএম

আরও পড়ুন