• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৯:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৯:৪৭ পিএম

প্রবাসে ভোটার করা ও স্মার্ট কার্ড দেয়া শুরু

প্রবাসে ভোটার করা ও স্মার্ট কার্ড দেয়া শুরু

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের ভোটার করা ও স্মার্ট কার্ড দেয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৮ নভেম্বর) দুবাইয়ের স্থানীয় সময় ৪টায় প্রবাসী বাংলাদেশীদের ভোটার কার্যক্রম উদ্বোধন করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এ সময় ইসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনআইডি উইং মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম ও দুবাইয়ের বাংলাদেশী রাষ্ট্রদুত মুহাম্মদ ইমরান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রবাসী বাংলাদেশীরা আবেদন করার পর সেটা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হবে। সেখান থেকে তদন্ত প্রতিবেদন এলে যোগ্য ব্যক্তির ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ দূতাবাসের হেল্প ডেস্কে নেয়া হবে। এরপর সেটা ইসি সার্ভারে ম্যাচিং শেষে স্মার্ট কার্ড ছাপিয়ে হেল্প ডেস্কের মাধ্যমেই আবার বিতরণ করা হবে।

আবেদনে যা লাগবে—

১. পাসপোর্টের ফটোকপি। 
২. বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের ফটোকপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র। 
৩. বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি।
৪. বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনও আত্মীয়ের নাম, মোবাইল নম্বর ও এনআইডি নম্বরসহ অঙ্গীকারনামা।
৫. বাংলাদেশে কোথাও ভোটার হয়নি— মর্মে লিখিত অঙ্গীকারনামা। 
৬. সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র।

ইসি কর্মকর্তারা জানান, ৫ নভেম্বর (মঙ্গলবার) অনলাইনে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের ভোটার করার কার্যক্রম উদ্বোধন করে নির্বাচন কমিশন। দুবাইয়ের পর সৌদি আরব, মালদ্বীপ, সিঙ্গাপুর ও যুক্তরাজ্যসহ অন্য দেশের প্রবাসী বাংলাদেশী নাগরিকদেরও ভোটার করবে ইসি।

এইচএস/এসএমএম

আরও পড়ুন