• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৯, ০৪:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২২, ২০১৯, ০৪:৪৮ পিএম

দেশের কোনও মুসলমানকে তাড়াতে এই আইন নয়, বললেন মোদী

দেশের কোনও মুসলমানকে তাড়াতে এই আইন নয়, বললেন মোদী
নরেন্দ্র মোদী-ছবি : টুইটার (আনন্দবাজার)

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ-হিংসায় উত্তপ্ত দরিয়াগঞ্জের থেকে মাত্র এক কিলোমিটার দূরে রামলীলা ময়দান।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সেখান থেকেই দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তবে বিজেপির জনসভার সেই মঞ্চ কার্যত হয়ে উঠল সিএএ এবং এনআরসি নিয়ে দেশবাসীর উদ্দেশে মোদীর ভাষণ। দেশবাসীকে ওই দুই আইন নিয়ে আশ্বস্ত করার পাশাপাশি বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী।

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পড়েছে মোদী সরকার। বিক্ষোভ-মিছিল ঘিরে হিংসায় উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশ থেকে দিল্লি দরিয়াগঞ্জ। উত্তরপ্রদেশে হিংসার জেরে নিহত হয়েছেন ২০ জন। এই আবহে এ দিনের নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনি জনসভা হলেও একে ঘিরে মোদী সরকারের পক্ষে জনশক্তির প্রদর্শন করাই বিজেপি শিবিরের লক্ষ্য। বিশেষ করে এনআরসি এবং সিএএ নিয়ে যে ভাবে দেশজোড়া বিক্ষোভের মুখে পড়েছে বিজেপি সরকার, তাতে প্রধানমন্ত্রীর এই জনসভা আলাদা গুরুত্ব পাচ্ছে।

এসএমএম

আরও পড়ুন