• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০১৯, ০২:১৫ পিএম

সাগর-রুনি হত্যা মামলা

তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব

তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব
মেহেরুন নাহার রুনা ও সাগর সারোয়ার-ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব করেছে হাইকোর্ট। মামলাটির তদন্ত শেষ না করায় তাকে তলব করেছে উচ্চ আদালত।

৬ নভেম্বর (বুধবার) তাকে হাইকোর্টে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এক আসামির জামিন শুনানিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হন।

হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

এমএ/এসএমএম

আরও পড়ুন