• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০১৯, ০৫:৫২ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৬, ২০১৯, ০৫:৫২ পিএম

সাংস্কৃতিক শক্তিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়

সাংস্কৃতিক শক্তিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার প্রত্যয়
রাজধানীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিজয় শোভাযাত্রা - ছবি : জাগরণ

‘বিজয়ের অঙ্গীকার, সাংস্কৃতিক অধিকার’ স্লোগান নিয়ে বিজয় শোভাযাত্রা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সোমবার (১৬ ডিসেম্বর) এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন দেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এসময় সাংস্কৃতিক শক্তিতে সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার প্রত্যয় নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণিল এই শোভাযাত্রার উদ্বোধন করেন নাট্যজন রামেন্দু মজুমদার। এসময় র‌্যালিতে অংশ নেয়া সকলকে নিয়ে মানবিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ফুলার রোড হয়ে টিএসসিতে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে অংশ নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ঝুনা চৌধুরী।

জেড এইচ/ এফসি

আরও পড়ুন