• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ০৫:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ০৫:৩৯ পিএম

সম্রাট ক্যাসিনো ব্যবসায় সরাসরি জড়িত : র‍্যাব ডিজি

সম্রাট ক্যাসিনো ব্যবসায় সরাসরি জড়িত : র‍্যাব ডিজি
র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ-ফাইল ছবি

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এদেশে সবাই সমান অধিকার ভোগ করবেন। আইন মেনে চলবেন। কেউ যদি আইন অমান্য করেন, বেআইনি কাজে লিপ্ত হন, তাকে শাস্তি পেতে হবে।

রোববার (৬ অক্টোবর) দুপুরে র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরুর দু’একদিন পরই ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট ঢাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। আমরা যেসব জায়গায় ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চালিয়েছি, সেসব জায়গা থেকে সম্রাটের নাম বারবার এসেছে। ক্যাসিনো পরিচালনার অভিযোগেই তাকে আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে র‌্যাব ডিজি বলেন, আমরা অভিযান চালিয়ে ক্যাসিনো বন্ধ করেছি। ক্যাসিনোর সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযান চলমান রয়েছে।

রোববার (৬ অক্টোবর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এইচএস/এসএমএম

আরও পড়ুন