• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৯, ০৭:২৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০১৯, ০৭:২৭ পিএম

সমাবেশ ও মিছিলে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদ জানালো ঐক্যফ্রন্ট 

সমাবেশ ও মিছিলে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদ জানালো ঐক্যফ্রন্ট 
বক্তব্য রাখেন আ স ম আবদুর রব-ছবি : জাগরণ

বিক্ষোভ সমাবেশ ও মিছিলের মধ্য দিয়ে একাদশ জাতীয় নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদ জানালো জাতীয় ঐক্যফ্রন্ট।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, গণস্বাস্থ্যর প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী , গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবীবুর রহমান হাবীব, আবদুস সালাম, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব, গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমেদ, শাহ আহমেদ বাদল, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, বিএনপির কাজী আবুল বাসারসহ আরও অনেকে। 

মান্না বলেন, দল হিসেবে আওয়ামী লীগ গত এক বছরে যে দুঃশাসন কায়েম করেছে সেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। পুলিশ ছাড়া আওয়ামী লীগ নাই, পুলিশ মানেই আওয়ামী লীগ। পুলিশ জনগণের সন্তান, ওরা মানুষ। সুতরাং ওরা মানুষের পক্ষেই থাকবে।

মান্না বলেন, আজকে আমাদের ধিক্কার জানানোর দিন। জাতির ইতিহাসের এতো বড় কলঙ্কের তিলক আগে কখনও লাগেনি। যেটা গত বছর ২৯ ডিসেম্বর রাতে লেগেছে। এই ভোট বাতিল করতে হবে, এই সরকার বাতিল করতে হবে, পার্লামেন্ট বাতিল করতে হবে। নেমে যেতে হবে সরকারকে। আজকে সেই শপথ নেয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কারোর ওহি দ্বারা সরকার পরিবর্তন সম্ভব নয়। বিএনপির উদ্দেশ্য বলতে চাই- ওহির প্রত্যাশায় থাকবেন না, জনগণের সাথে থাকেন, জয় আমাদের হবেই। খালেদা জিয়ার মুক্তি হতে পারে জনগণের মাধ্যমে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ।

আবদুর রব বলেছেন, জনগণের সরকার, মুক্তিযুদ্ধে সরকার, জাতীয় সরকার যদি কায়েম করতে হয় তাহলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। 

সমাবেশ সঞ্চালনা করেন ফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

সমাবেশ শেষে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে কদম ফোয়ারার দিকে যাইতেই মিছিলটি ঘুরিয়ে দেয় পুলিশ। তারা সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে যান এবং সেখানে মিছিল শেষ করেন। পুলিশি বাধার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেন জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মৎস্য ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করা হবে।

টিএস/এসএমএম

আরও পড়ুন