• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ১০:১৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ১০:২৫ এএম

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক যাত্রার উদ্বোধন আজ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক যাত্রার উদ্বোধন আজ

দেশের সম্প্রচার শিল্প এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে। আজ বুধবার (২ অক্টোবর) থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ পূর্ণাঙ্গভাবে ব্যবহার শুরু করবে দেশের ৩৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর মধ্য দিয়ে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বর্তমানে স্থানীয় টিভি চ্যানেলের অধিকাংশই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সফলভাবে তাদের আনুষ্ঠান সম্প্রচার করছে। এরই মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সামর্থ্যের ৪০ শতাংশ বিক্রি করেছি। আগামী দিনগুলোতে বাকি সামর্থ্যও বিক্রির আশা করছি।

তিনি আশা প্রকাশ করেন, আগামী ৮ বছরের মধ্যে দেশীয় বাজার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পুরো টাকা উঠিয়ে আনতে পারবেন।

গত ২৮ আগস্ট (বুধবার) প্রধানমন্ত্রীর সাথে টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন-অ্যাটকোর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

২০১৮ সালের ১২ মে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপন করা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।

এসএমএম

আরও পড়ুন