• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২০, ০৮:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১, ২০২০, ০৮:৫১ পিএম

এ মাস থেকেই ভারতে শোনা যাবে বাংলাদেশ বেতার

এ মাস থেকেই ভারতে শোনা যাবে বাংলাদেশ বেতার

রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের পর এ মাস থেকেই ভারতে বাংলাদেশ বেতারের সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার (১ জানুয়ারি) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলেন  জানান, সংশোধিত গণমাধ্যমকর্মী আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর যাবে মন্ত্রিপরিষদ বিভাগে।

তথ্য মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন হাছান মাহমুদ।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, বিটিভির পর এবার বাংলাদেশ বেতার চালু হচ্ছে ভারতে। একে আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর প্রচেষ্টা বহুবছর আগে থেকে চালানো হচ্ছিল, গতবছর এটি করা হয়েছে। গত বছর ২ সেপ্টেম্বর (সোমবার) ভারতে বাংলাদেশ টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয়, যা ছিল বাংলাদেশের দীর্ঘদিনের দাবি।

গত বছরের সাফল্য তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, যে কাজগুলো কয়েক যুগে হয়নি। ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর প্রচেষ্টা চালানো হচ্ছিল বহু বছর আগে থেকে। কিন্তু সেটি সম্ভবপর হয়নি। গত বছর ২ সেপ্টেম্বর থেকে দূরদর্শনের ফ্রি ডিসের মাধ্যমে সমগ্র ভারতে অফিসিয়ালি বাংলাদেশ প্রদর্শিত হচ্ছে।

এসএমএম

আরও পড়ুন