• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০১৯, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০১৯, ০৩:৫৪ পিএম

আনফিটদের খেলা উচিত না

মাহমুদউল্লাহর দিকে আঙুল তুললেন সাকিব?   

মাহমুদউল্লাহর দিকে আঙুল তুললেন  সাকিব?    
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ - ছবি : ইন্টারনেট

কাঁধের ইনজুরি নিয়েই পুরো বিশ্বকাপ খেলেছেন বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। আনফিট হয়ে খেলার প্রভাব পড়েছিল তার পারফরম্যান্সেও। পুরো টুর্নামেন্টে বল হাতে দলের জন্য কোনো অবদান রাখতে পারেননি তিনি। তবে ইনজুরি সত্ত্বেও ব্যাট হাতে যথাসম্ভব চেষ্টা যে তিনি করে গেছেন তা অস্বীকার করার উপায় নেই।

২০১৫ বিশ্বকাপে টাইগারদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, এবারের বিশ্বকাপে করেছেন ২১৯ রান। গড় ৪৩.৮০ এবং স্ট্রাইক রেট ৮৯.৭৫। ব্যাটিং অর্ডারে ছয়ে ব্যাট করা একজনের ব্যাটসম্যানের জন্য যা মন্দ নয়। তবে আসল বিপত্তিটা বাঁধে শ্রীলঙ্কা সফরে মাহমুদউল্লাহর পারফরম্যান্সে! ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন তিনি। ৩ ইনিংসে করেন মাত্র ১৮ রান। এ ছাড়াও দৃষ্টিকটু ফিল্ডিং এবং ইনজুরির কারণে তার বোলিং না করা ভুগিয়েছে দলকে। 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কাঁধের ব্যথার কারণে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম নিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে মাশরাফী বিন মোর্ত্তজা, লিটন কুমার দাস ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই সিরিজে না থাকায় দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে হয় তাকে। আর এটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তার জন্য। আনফিট থেকে খেলে বাজে পারফরম্যান্সের দরুন তীব্র সমালোচনার মুখে তিনি। 

হজের কারণে শ্রীলঙ্কা সফরে না যাওয়া সাকিব আল হাসান গতকাল (০১ আগস্ট) শ্রীলঙ্কা সফরে দলের ভরাডুবি নিয়ে মুখ খুলেছেন। সেখানে তিনি যুক্তি ও ইঙ্গিতের মাধ্যমে অনেকটা বুঝিয়েই দিয়েছেন, মাহমুদউল্লাহর আনফিট হয়ে খেলাটা সমীচীন হয়নি। খোলাখুলি এগুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করেন না বলে জানালেও গণমাধ্যমকে তিনি বলেন, ‘সবার সব বিষয় জানার দরকার আছে বলে আমি মনে করি না। দলের সঙ্গে যারা আছে, কোচিং স্টাফ, খেলোয়াড় এদের সঙ্গে যদি আলাপ করে সমস্যা সমাধান করা যায় সেটা সেরা হবে।’  

‘যখন একজন ক্রিকেটার তৈরি থাকে, তখনই তার খেলা উচিত। যখন সে তৈরি না তখন তার খেলাটা উচিত না বা পুরো ফিট না অবস্থায় থেকে আসলে খেলাটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। আমি মনে করি পারফরম্যান্সের ক্ষেত্রে এগুলো বড় ভূমিকা পালন করে। সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে। এই বিষয়গুলো আসলে বুঝতে হবে’- বলেন সাকিব 

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মারের কথাগুলো যেন বারবার বুঝিয়ে দিচ্ছিল, মাহমুদউল্লাহর আনফিট হয়েও খেলা যুক্তিসঙ্গত ছিল না। তিনি না খেলে বরং বিশ্রামে থাকলে নতুন কেউ সুযোগ পেতো, যা দলীয় স্বার্থে সঙ্গে যেতো। এ কথা তিনি নিজের মুখেও প্রকাশ করেছেন, ‘আসলে একজন খেলোয়াড়ের পক্ষে টানা খেলা সম্ভব না। বিরতিগুলো গুরুত্বপূর্ণ। এ ছাড়াও খেলোয়াড়রা বিরতি পেলে অন্যান্য ক্রিকেটারের সামনে সুযোগ আসবে। পাইপলাইনে খেলোয়াড়ও তৈরি হবে। এগুলো বিস্তর আকারে পরিকল্পনা করতে হবে। আমি সামান্য কিছু বললাম।’   

এসএইচএস  
 

আরও পড়ুন