• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০১৯, ০৬:৪১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০১৯, ০৬:৪১ পিএম

ফর্মুলা টু’র শিরোপা জিতলেন শুমাখার পুত্র মিক  

ফর্মুলা টু’র শিরোপা জিতলেন শুমাখার পুত্র মিক  
ফর্মুলা টু’র শিরোপা জিতেছেন মিক শুমাখার - ছবি : ইন্টারনেট

নিজের জাত চেনাতে ভুল করলেন না মাইকেল শুমাখারের পুত্র মিক শুমাখার। গতকাল (রোববার) হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিতে জীবনের প্রথম ফর্মুলা টু শিরোপা জিতেছেন মিক। ফেরারি টিমের হয়ে এই শিরোপা জিতেছেন ২০ বছর বয়সী মিক শুমাখার। 

হাঙ্গেরিয়ান গ্রাঁ প্রিতে মাইকেল শুমাখার রেকর্ড ৯১টা গ্রাঁপ্রির মধ্যে চারটি গ্রাঁ প্রি জিতেছিলেন। জয়ের পর মিক তাই যারপরনাই উচ্ছ্বসিত, ‘দুর্দান্ত এক রেস ছিল। গাড়িও দারুণ ছিল। আমি সত্যিই খুব খুশি। প্রতিযোগিতা খুব সহজ ছিল না। তবে আমি খুব আনন্দ পেয়েছি।’ 

মিকের অগ্রগতি দেখে ধারণা করা হচ্ছে, খুব দ্রুতই এফ ওয়ানে খেলার যোগ্যতা অর্জন করবেন তিনি। সামনের মৌসুমেই হয়ত তাকে নিয়মিত দেখা যেতে পারে এফ ওয়ান রেসে। গত এপ্রিলেই বাহরাইনে ফেরারি মিককে দিয়ে এফ ওয়ানের টেস্ট ড্রাইভ করিয়ে নিয়েছে।

এদিকে মাইকেল শুমাখারের শারীরিক অবস্থার বর্তমান পরিস্থিতি একটু উন্নতির দিকে। প্রায় ছয় বছর আগে আল্পস পর্বতে স্কি করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন মাইকেল। মস্তিষ্কে আঘাত পান তিনি। এরপর থেকেই জীবন-মৃত্যুর সঙ্গে সন্ধিক্ষণে তিনি। 

এসএইচএস 

আরও পড়ুন