• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১১:৫৬ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ১১:৫৬ এএম

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, জিতলেই ফাইনাল

সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ, জিতলেই ফাইনাল
ছবি: বিসিবি

দেশের ক্রিকেটে যেন নেমে এসেছে ঘোর ক্রান্তিকাল। ইংল্যান্ডে বিশ্বকাপ শেষ করে শ্রীলঙ্কা সিরিজ থেকে চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের ক্রিকেট যেন কোথাও খুঁজে পায়নি সঠিক পথ। যে ধারা অব্যাহত আছে ত্রিদেশীয় সিরিজেও।

প্রথম ম্যাচে আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে চড়ে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো রকমে জয় পাওয়া গেলেও আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। যা তাদের বিপক্ষে টানা চতুর্থ টি-টুয়েন্টি হার। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচে জিতলেই টাইগাররা পৌঁছে যাবে ফাইনালে। এখন পর্যন্ত দুইটি করে ম্যাচ খেলেছে তিন দলই। যেখানে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে ইতোমধ্যেই ফাইনাল খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। 

অন্যদিকে এক ম্যাচে জয় নিয়ে দুই পয়েন্ট বাংলাদেশের। দুই ম্যাচে কোনো জয় না পাওয়ায় জিম্বাবুয়ের পয়েন্ট এখনো শূণ্য। এই ম্যাচ তাই তাদের জন্য বাঁচা-মরার লড়াই। বিপরীতে এই ম্যাচে জয় পেলেই ফাইনালে পৌঁছে যাবে বাংলাদেশ। 

এমএইচবি

আরও পড়ুন