• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৮:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০৮:৫৮ পিএম

বৃষ্টি আইনে হেরে গেল অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল

বৃষ্টি আইনে হেরে গেল অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল । ফাইল ফটো

তৃতীয় একদিনের ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪৯ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) লক্ষ্মৌতে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের ১৮তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ থাকে। আবার খেলা শুরু হলে ম্যাচে ২২ ওভারে কমে আসে। স্বাগতিকরা ২২ ওভারে বিনা উইকেটে ১১৪ রান করে।

ভারতের দুই ওপেনার ভুপেন্দ্র জয়সাল ৬৩ বলে ৭ চারের মারে ৫৩ রান এবং আরিয়ান জুয়াল ৬৯ বলে ৫ চারে ৫১ রান করেন।

বৃষ্টি আইনে ২২ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রান। ১৩ ওভারেই ৫৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম ৩৮ বলে ৪ ছক্কা ও ৩ চারের মারে করেন ৫০ রান। আরিফুল হক ১ চার ও ১ ছক্কার মারে করেন ২৩ রান।

একই ভেন্যুতে আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) সিরিজ জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে মাঠে নামবে বাংলাদেশ।

আরআইএস 

আরও পড়ুন