• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ১১:০২ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ১১:০৩ এএম

ইপিএল

আর্সেনালকে হারিয়ে দুইয়ে লেস্টার সিটি

আর্সেনালকে হারিয়ে দুইয়ে লেস্টার সিটি
ঘরের মাঠে আর্সেনালের জালে বল পাঠিয়ে লেস্টার সিটির ফুটবলারদের উদযাপন। ফটো : টুইটার

ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) ২-০ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ২০১৫-১৬ মৌসুমে রীতিমতো রূপকথার জন্ম দিয়ে শিরোপা জেতা লেস্টার সিটি। 

শনিবার (৯ নভেম্বর) কিং পাওয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। ৬৮ মিনিটে ইউরি টাইলেমানসের পাসে বল পেয়ে ডান পায়ের দারুণ কিকে ইংলিশ ফরোয়ার্ড জেমি ভার্দে গোল করে লেস্টারকে লিড এনে দেন। 

লেস্টারের দ্বিতীয় গোলেও ভূমিকা রাখেন ভার্দে। তার বাড়ানো বল আদায় করে ম্যাচের ৭৫ মিনিটে ডি বক্সের বাইরে থেকে চমৎকার এক কিকে লক্ষ্যভেদ করেন জেমস ম্যাডিসন। 

এই জয়ের ফলে ১২ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে লেস্টার সিটি। সমান ম্যাচে মাত্র ৪ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে ছয়ে নেমে গেছে শেষ চার ম্যাচে কোনো জয় না পেয়ে অসহায় অবস্থার মধ্যে পড়া আর্সেনাল। 

১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। লেস্টার সিটির সমান ২৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিন নম্বরে আছে চেলসি। ২৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ১১ ম্যাচ খেলা ম্যানচেস্টার সিটি।

আরআইএস 

আরও পড়ুন