• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৯, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৫, ২০১৯, ০৫:৪৫ পিএম

ভারতের বড় লিডে চাপা পড়লো টাইগাররা

ভারতের বড় লিডে চাপা পড়লো টাইগাররা
ডাবল সেঞ্চুরি করে আউট হয়ে যাওয়ার পর মায়াঙ্ক আগারওয়ালকে বাংলাদেশের ক্রিকেটাররা অভিনন্দন জানান। ফটো : টুইটার

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনেও বাংলাদেশের বোলারদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে ভারতের ব্যাটসম্যানরা বড় লিড নিয়ে ফেলেছে। বাংলাদেশের প্রথম ইনিংসে ১৫০ রানের জবাবে ভারত দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৯৩ রান করেছে। বর্তমানে টিম ইন্ডিয়ার লিড ৩৪৩ রান এবং হাতে রয়েছে এখনো ৪ উইকেট। 

শুক্রবার (১৫ নভেম্বর) ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনের সকালটা চেতশ্বর পূজারার ক্যাচ ফেলে দেয়ায় হতাশা দিয়েই বাংলাদেশ দলের শুরু হয়েছিল। তবে আবু জায়েদ রাহী প্রথম আধা ঘন্টার ভেতরেই চেতশ্বর পূজারা এবং রানের খাতা না খোলা বিরাট কোহলিকে সাজঝরে ফেরত পাঠিয়ে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনেন। 

আবু জায়েদ রাহীর বলে ব্যক্তিগত ৩২ রানে থাকা অবস্থায় পূজারা স্লিপে ক্যাচ দিলেও তা ধরতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তাতে টাইগার শিবিরে হতাশা বেড়েছিল। এরপর পূজারা ফিফটি তুলে নিলেও ৭২ বলে ৫৪ রান করে চতুর্থ স্লিপে মিরাজের বদলে ফিল্ডিংয়ে নামা সাইফ হাসানের দারুণ ক্যাচে পরিণত হয়ে ফিরে যান। আর তাতে ভেঙে যায় দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক-পূজারার ৯১ রানের জুটি। পূজারার বিদায়ের খানিক পরই ৯৮ বলে নিজের চতুর্থ টেস্ট ফিফটি পূরণ করেন অষ্টম টেস্ট খেলতে নামা মায়াঙ্ক।  

পূজারাকে তুলে নেয়ার পর রাহী তার পরের ওভারেই তুলে নেন বিরাট কোহলির উইকেট। রাহীর করা বল কোহলির প্যাডে লাগলে লেগ বিফোরের আবেদন করা হলেও আম্পায়ার তাতে সাড়া দেননি। তবে রিভিউতে দেখা যায় বল স্টাম্পে সরাসরি আঘাত হানে। পর আম্পায়ার আঙুল তুলে দিলে বিরাট টেস্ট ক্যারিয়ারে দশমবারের মতো ডাক মেরে ক্রিজ ছাড়েন।

লাঞ্চ বিরতির আগে মেহেদী হাসান মিরাজের বলে সুইপ মতো করতে গিয়ে ব্যক্তিগত ৮২ রানে থাকা মায়াঙ্ক আগারওয়ালের প্যাডে লেগেছিল। বোলার ও ফিল্ডারদের আবেদনে সাড়া দেন আম্পায়ার মরিস এরাসমাস। তবে রিভিউ নেয়ার পর দেখা যায় টার্ন করে বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ফলে জীবন পান মায়াঙ্ক আর সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি তুলে নিয়েছেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। চতুর্থ উইকেটে মায়াঙ্ক-রাহানের ১৯০ রানের জুটি গড়ে। টেস্ট ক্যারিয়ারে ৪ হাজার রান পূর্ণ করা আজিঙ্গা রাহানে ৮৬ রান করে তাইজুল ইসলামের বলে আবু জায়েদ রাহীর হাতে ধরা পড়ে মাঠ ছাড়েন।

৩৩০ বলে ২৮ চার ও ৮ ছক্কার মারে মায়াঙ্ক ২৪৩ রানের দাপুটে ইনিংস খেলার পর শেষ পর্যন্ত থামেন। মিরাজের বলে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে রাহীর হাতে ধরা পড়লে মায়াঙ্ক তার ক্যারিয়ার সেরা টেস্ট ইনিংস খেলে আউট হন। 

মাঝে ঋদ্ধিমান সাহা ১২ রান করে এবাদত হোসেনের বলে বোল্ড হন। এরপর রবীন্দ্র জাদেজার ৭৬ বলে ৬০ এবং উমেশ যাদবের ১০ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রানের অপরাজিত ইনিংস খেলে টাইগার বোলারদের কচুকাটা করে দিনের খেলা শেষ করেন।  

আরআইএস  
 

আরও পড়ুন