• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ১০:৫১ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ১০:৫১ এএম

পিএসএলের নিলামে জায়গা পেলেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

পিএসএলের নিলামে জায়গা পেলেন ১০ বাংলাদেশি ক্রিকেটার
মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস। ফাইল ছবি

শনিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটে থাকা খেলোয়াড়দের তালিকা। একদিন না পেরোতেই বাংলাদেশের ১০ ক্রিকেটারের জায়গা হয়েছে পাকিস্তান প্রিমিয়ার লীগের নিলামেও। ২০২০ সালের ফেব্রুয়ারিতে আয়োজিত এই আসরের নিলামের জন্য তালিকা প্রকাশ করেছে পিসিবি।

যেখানে আছে বাংলাদেশের দশ ক্রিকেটারের নাম। গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে রয়েছেন মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন হোসেন, আবুল হাসান ও অলক কাপালি।

এই তালিকায় থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ধরা হয়েছে ৪৪ থেকে ৫৮ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৭ থেকে ৪৯ লাখ টাকার সমান। তবে এখানেই শেষ নয়। আগামী ২১ নভেম্বরের মধ্যে নিলামের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করবে পিসিবি। যেখানে প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরিতে যুক্ত হবে দেশি-বিদেশি তারকাদের নাম। বাড়তে পারে বাংলাদেশি খেলোয়াড়ের সংখ্যাও।

এমএইচবি

আরও পড়ুন