• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০৮:১৬ পিএম

মালদ্বীপের বিপক্ষেও জয় বঞ্চিত বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষেও জয় বঞ্চিত বাংলাদেশ
ফাইল ছবি

বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটা ম্যাচ বেশ আশা জাগিয়েছিল দেশের ফুটবল নিয়ে। অনেকে ভাবতে শুরু করেছিলেন আবার বুঝি ফিরবে ফুটবলের সোনালি দিন। কিন্তু কী আর হচ্ছে! সোনা জয়ের লক্ষ্যে নিয়ে দক্ষিণ এশিয়ান গেমসে খেলতে গিয়ে প্রথম দুই ম্যাচেই জয় বঞ্চিত রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

যদিও দলটা অনুর্ধ্ব-২৩ দল। তবুও এখানের অধিকাংশ ফুটবলাররাই খেলেন জাতীয় দলে। শক্তিশালি ভারত ও পাকিস্তান না থাকায় সোনা জয়ের স্বপ্ন নিয়েই নেপালে খেলতে গিয়েছিলেন ফুটবলাররা। কিন্তু প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচেও মালদ্বীপের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। আর এতেই ক্ষীণ হয়ে এসেছে সোনা জয়ের স্বপ্ন।

মঙ্গলবার ম্যাচের ২৯ মিনিটে মালদ্বীপের আত্মঘাতি গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ওই গোলের লিড নিয়েই শেষ করে প্রথমার্ধ। এরপর দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে গোল করে সমতায় ফেরে মালদ্বীপ। পরে আর চেষ্টা করেও গোল করতে পারেনি কোন দল। মালদ্বীপ এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হয়ে গোল শূন্য সমতা নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশকে তাই রুখে দিয়ে পয়েন্ট টেবিলে নেপাল-ভুটানের মতো এগিয়ে গেল তারাও।

এমএইচবি

আরও পড়ুন