• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২০, ০৮:৪৭ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১১, ২০২০, ০৮:৪৭ এএম

দ্রুতই বিদায় বলবেন ধোনি!

দ্রুতই বিদায় বলবেন ধোনি!

ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর আলোচনাটা অনেক দিনের। এ নিয়ে কয়েক দিন পরপরই ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন। প্রায় ৫ বছর আগে টেস্ট ছাড়া ধোনিকে ওয়ানডেতে সর্বশেষ দেখা গিয়েছিল গত বিশ্বকাপে। আর টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন তারও আগে।

প্রায় এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে না নামা ধোনির সঙ্গে তার অবসরের ব্যাপারে এবার কথা বলেছেন ভারতের কোচ রবি শাস্ত্রী। দ্রুতই যে ধোনির ওয়ানডে ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, সেরকম আভাসই দিয়ে রেখেছেন তিনি।

শাস্ত্রী বলেন, ‘আমি ধোনির সঙ্গে কথা বলেছি। সেখানে শুধু আমরা দুজনই ছিলাম। সে তার টেস্ট ক্যারিয়ার শেষ করেছে, খুব দ্রুতই সম্ভবত ওয়ানডেকেও বিদায় বলবে। মনে হচ্ছে, ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেবে সে। আর মানুষেরও তার সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত। কেননা দীর্ঘদিন ধরে সে টানা সব ফরম্যাটে খেলেছে।’

বয়সটা এখন প্রায় ৩৯। আগের মতো ধোনির যে ফিটনেস নেই, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো এখন তার টি-টোয়েন্টির বাইরে কিছু ভাবার সুযোগ নেই বলেই মনে করেন শাস্ত্রী। তবে এই ফরম্যাটে খেলতে হলেও ধোনিকে নিজের ফর্মের জানান দিতে হবে আইপিএলে, এমনটাই জানিয়েছেন তিনি।

রবি শাস্ত্রী ধোনিকে নিয়ে বলেন, ‘এই বয়সে সম্ভবত সে টি-টোয়েন্টি ক্রিকেটটাই খেলতে চায়। তার মানে তাকে আবারও খেলায় ফিরতে হবে, ফিরতে হবে আগের অবস্থায়। সে আইপিএলে খেলবে, দেখা যাক শরীর কেমন সায় দেয়।’

শাস্ত্রী যোগ করেন, ‘যদি সে টি-টোয়েন্টি ক্রিকেটটা ধরে রাখতে চায়, তবে অবশ্যই আইপিএলে খেলতে হবে। আমি ধোনি সম্পর্কে একটা বিষয় জানি যে, সে নিজেকে দলে বোঝা হিসেবে দেখতে চায় না। তবে যদি আইপিএলে দুর্দান্ত কিছু করে, দেখা যাক...।’

এমএইচবি

আরও পড়ুন