• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ০৪:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২০, ০৪:২৪ পিএম

রোমাকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস

রোমাকে হারিয়ে শীর্ষে জুভেন্টাস
রোমার বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে টানা ৮ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। ফটো : টুইটার

সিরি'এ তে রোমাকে ২-১ গোলে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে টানা ৮ বারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। 

রোববার (১২ জানুয়ারি) রাতে স্টাডিও অলিম্পিকোতে অনুষ্ঠিত ম্যাচের ১০ মিনিটের মধ্যেই ২ গোলের লিড পেয়ে যায় তুরিনের বুড়িরা। ৩ মিনিটের মাথায় মিরালেম পিয়ানিচের ফ্রি কিক থেকে বলে পায়ের ছোঁয়া লাগিয়ে লক্ষ্যভেদ করেন মেরিথ ডেমিরাল। 

ডি বক্সে পাওলো দিবালা ফাউলের শিকার হলে জুভেন্টাস পেনাল্টি পেয়ে যায়। ম্যাচের ১০ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আসরে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের গোল সংখ্যা ১৪টি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে তার মোট গোল এখন ১৬টি।

বিরতির পর ৬৮ মিনিটের মাথায় ভিএআরের কল্যাণে পাওয়া পেনাল্টি কিক থেকে দিয়েগো পেরাত্তির গোলে ব্যবধান কমায় রোমা। 

রোনালদোর বাড়ানো বল আদায় করে ৭৯ মিনিটে গঞ্জালো হিগুয়েন গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান।

আরআইএস 

আরও পড়ুন