• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ১০:২৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৩, ২০২০, ১০:২৯ এএম

টাইব্রেকারে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল

টাইব্রেকারে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন রিয়াল
স্প্যানিশ সুপার কাপের ট্রফি হাতে রিয়াল মাদ্রিদের উল্লাস। ফটো : টুইটার

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে একাদশবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার (১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্যভাবে শেষ হওয়ার পর তা টাইব্রেকারে গড়ায়।

অতিরিক্ত সময়ের ২৫ মিনিটে আলভারো মোরাতাকে পেছন থেকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন রিয়ালের তরুণ মিডফিল্ডার ভালভার্দে। ফলে শেষ ৫ মিনিট ১০ জনের দল নিয়ে খেলে জিদানের দল। 

টাইব্রেকারে প্রথম দুটি শটই তারা মিস করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাদের হয়ে সাউল প্রথম শট মিসের পর দ্বিতীয় শট মিস করেন পার্তে। রিয়ালের হয়ে প্রথম শট নিয়ে বল জালে জড়ান কার্বাহাল। পরে তৃতীয় শটে গোল করেন রিয়ালের লুকা মদ্রিচ ও অ্যাতলেটিকোর কাইরন ট্রিপিয়ার। চতুর্থ শটে জাল কাঁপিয়ে রিয়ালকে শিরোপা জিতিয়ে দেন অধিনায়ক সার্জিও রামোস। 

দ্বিতীয় মেয়াদে রিয়ালের কোচ হিসেবে প্রথম শিরোপার স্বাদ পেলেন জিদান। সাবেক ফরাসি কিংবদন্তি ফুটবলারের অধীনে এই নিয়ে দশম শিরোপা জিতলো ইউরোপের সফলতম ক্লাবটি।
 
আরআইএস 

আরও পড়ুন