• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ১০:২১ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ১০:২১ এএম

‘গতকাল আমি আমার গ্রামে হাঁটা উপভোগ করছিলাম, আজ বিশ্বসেরাদের কোচ’ 

‘গতকাল আমি আমার গ্রামে হাঁটা উপভোগ করছিলাম, আজ বিশ্বসেরাদের কোচ’ 

মানুষের জীবনের পালাবদলের জন্য ঠিক কতটুকু সময়ের প্রয়োজন? এক মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে তা। বার্সেলেনোর নতুন কোচ কুইক সেতিয়েন তার উদাহরণ হলেন আরেকবার। আর্নেস্তো ভালভার্দেকে বরখাস্ত করে মঙ্গলবার (১৫ জানুয়ারি) তার সঙ্গে আড়াই বছরের চুক্তি করে বার্সেলোনা। অথচ একদিন আগেও তিনি নিজ গ্রামে হাঁটাটাকেই উপভোগ করছিলেন।

সেতিয়েন বলেন এভাবে, ‘গতকাল আমি আমার শহরে হাঁটা উপভোগ করছিলাম। এখন আমি বিশ্বের সেরা খেলোয়াড়দের কোচিং করাতে যাচ্ছি। অবশ্যই, এই প্রস্তাব গ্রহণ করতে আমার ৫ মিনিটের বেশি সময় লাগেনি। আমি বিস্মিত হয়েছিলাম যখন তারা আমাকে ডাকলো। আমি কখনো ভাবিনি বার্সেলোনা আমার পক্ষে যাবে কারণ আমার লম্বা সিভি নেই। যা আছে তা হলো আমার দর্শন, যা আমি ভালোবাসি।’ 

পৃথিবীর অন্যতম সেরা ক্লাবটির দায়িত্ব পেয়ে জানিয়েছেন এটা তার জীবনের বিশেষ দিন, ‘ক্লাবকে ধন্যবাদ। যেমনটি আমার বুনো স্বপ্নের মধ্যে আমি কখনো ভাবিনি যে আমি এখানে আসবো। আজ আমার জন্য বিশেষ দিন এবং আমি কৃতজ্ঞ। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই রোমাঞ্চিত এবং এটা আমার জন্য চ্যালেঞ্জ।’ 

বার্সার সাবেক কিংবদন্তি ইয়োহেন ক্রুইফের অনেক বড় ভক্ত সেতিয়েন। সেভাবেই কী খেলাবেন কাতালান ক্লাবটিকে? তার জবাব, ‘আমার যেটা আছে, সেটা দর্শন, যেটা আমি ভালোবাসি। আমি নিশ্চিত ছিলাম না, এটা যথেষ্ট কি না, কিন্তু আমি কৃতজ্ঞ। যখন আমি কোনো দলে যাই, একটা ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি, দল ভালো খেলবে। আমি জানি না, আমার পথই সেরা কি না। তবে এটাই আমার পথ। আমি বিশ্বাস করি, আমি যে পরিকল্পনা পছন্দ করি, সেটা ওদের কাছে নিয়ে যেতে পারব এবং সব কিছুরই উন্নতি করা সম্ভব। অবশ্যই মূল লক্ষ্য হবে যত সম্ভব সব জেতা।’

নিজের দর্শনের প্রতি জোর দিয়ে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে দর্শন। আমাদের পদ্ধতিতে আমরা কিছু ব্যাপার হয়তো পরিবর্তন করব। আমাদের খেলোয়াড়দের মূল্যায়ন করতে হবে এবং ওদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু দর্শনের কোনো পরিবর্তন হবে না। এই ক্লাব চায়, প্রতি বছর উন্নতি করতে, যত বেশি সম্ভব শিরোপা জিততে এবং একই সঙ্গে ভালো খেলতে। বাস্তবতা হচ্ছে, যতক্ষণ না নতুন ক্লাবের ভেতরে যাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর সব কিছু জানা সম্ভব নয়, সব কিছুই নতুন।’

খেলোয়াড়দের বুঝে উঠতে আরও খানিক সময়ের প্রয়োজন বলে মনে করেন বার্সার নতুন কোচ। পারস্পরিক শ্রদ্ধা ও নিজেদের অবস্থান থেকে সেরাটা দেয়ার মানসিকতাই দলকে সাফল্যে এনে দিতে পারবে বলেন জানান তিনি।
 
‘এই দল, এই খেলোয়াড়দের খেলা দেখাটা আমি অনেক বছর ধরে উপভোগ করছি। বিশ্বের সেরা খেলোয়াড়কে অনুশীলন করানো- আমি এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি এর অর্থটা কী। আমি তার এবং অন্যদের সঙ্গে কথা বলেছি। একটা ব্যাপার হচ্ছে শ্রদ্ধা, আরেকটা হচ্ছে সবাই নিজের জায়গায় থাকবে।’

এসময় সেতিয়েন জানান, তিনি বার্সার বিদায়ী কোচ ভালভার্দের সঙ্গেও কথা বলেছেন। যাতে করে দল সম্পর্কে ভালো ধারণা পেতে পারেন, ‘ভালভার্দেকে আমার সব সময়ই সঠিক ব্যক্তি মনে হয়েছে। কিছু ব্যাপারে আলোচনা করতে আমি তার সঙ্গে কথা বলেছি। কারণ, তার কাজে অনেক কিছুই আমার জন্য কার্যকর হবে।’

এমএইচবি

আরও পড়ুন