• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ১০:৩৯ এএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৫, ২০২০, ১০:৩৯ এএম

পিসিবিকে ধন্যবাদ পাপনের, সন্তুষ্ট মানি

পিসিবিকে ধন্যবাদ পাপনের, সন্তুষ্ট মানি

জলঘোলা হয়েছে অনেক। দুই দেশের বোর্ডের মধ্যে প্রস্তাব-পাল্টা প্রস্তাব আলোচনার খোড়াকও যুগিয়েছিল বহুবার। একদিন আগেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দৃঢ়কণ্ঠে জানিয়েছিলেন, পাকিস্তানে কেবল টি-টোয়েন্টি খেলতেই যাবে বাংলাদেশ।

ঘড়ির কাটায় চব্বিশ ঘণ্টা পেরোতেই বদলে গেছে সব। আসলে বদলে দিয়েছে দুবাইয়ে এহসান মানির সঙ্গে বিসিবি সভাপতির বৈঠক। ঘোষণা এসেছে তিন দফায় দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি আর এক ওয়ানডে খেলতে পাকিস্তান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজের অবস্থান থেকে সরে আসা বিসিবি সভাপতি পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন, তাদের অবস্থান বুঝতে পারায়।

পাপন বলেন, ‘আমাদের অবস্থান অনুধাবন করার জন্য পিসিবিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। আমরা সন্তুষ্ট যে পারস্পরিক সমঝোতায় গ্রহণযোগ্যে একটি সমাধানে পৌঁছানো গেছে। আইসিসি ভবিষ্যৎ সফরসূচিকে যে আমরা আন্তরিকভাবে সম্মান করি, সেটির উজ্জ্বল উদাহরণ এটি।’

বাংলাদেশকে পাকিস্তানে নিতে পেরে সন্তুষ্ট পিসিবি সভাপতি এহসান মানিও। তিনি বলেন, ‘খেলাটির স্বার্থে ও গর্বিত দুটি ক্রিকেট জাতির স্বার্থে দুই পক্ষের আপোসে সমস্যার সমাধান করতে পারায় আমি সন্তুষ্ট। আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে আমি ধন্যবাদ জানাই তার নেতৃত্বের জন্য ও এই দুই দেশে ক্রিকেট এগিয়ে যাওয়ার পথ আরও সুগম করে দেওয়ার জন্য।’

আরও পড়ুন