• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২০, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ২০, ২০২০, ০১:২৬ পিএম

অস্ট্রেলিয়ান ওপেন: মাইলফলক গড়লেন সেরেনা, জিতলেন ফেদেরার 

অস্ট্রেলিয়ান ওপেন: মাইলফলক গড়লেন সেরেনা, জিতলেন ফেদেরার 
জয় দিয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন সেরেনা উইলিয়ামস ও রজার ফেদেরার। ফটো : সংগৃহীত

অস্ট্রেলিয়ায় চলমান ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত বায়ু দূষণের মাঝেই নতুন দশকের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠেছে। আসরের প্রথম দিনে জয় তুলে নিয়েছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার, যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস এবং জাপানের নাওমি ওসাকা।

সোমবার (২০ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম দিন নারী এককে ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামস রাশিয়ার আনাসতাসিয়া পোতাপোভাকে প্রথম সেটে ৬-০ গেমে উড়িয়ে দেন। দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেন মা হওয়ার পর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষায় থাকা সেরেনা। এই জয়ের ফলে সেরেনা কোনো গ্র্যান্ড স্ল্যামের আসরে ৩৫০তম জয়ের কীর্তি গড়ে নতুন এক মাইলফলক গড়লেন। 

জয়ের পর উচ্ছ্বাসিত সেরেনা বলেন, এখানে (অস্ট্রেলিয়ান ওপেন) ফিরে আসতে পেরে ভালো লাগছে। আমি এখানে খেলতে, মেলবোর্নে খেলতে ভীষণ ভালোবাসি। এটা আমার অন্যতম প্রিয় শহর। 

পুরুষ এককে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার যুক্তরাষ্ট্রের স্টিভ জনসনকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করেন। প্রথম সেটে ফেদেরার ৬-২ গেমে অনায়াসে জয় তুলে নেন। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জয়ের পর তৃতীয় সেট আবারো ৬-২ গেমে জিতে নেন এই সুইস কিংবদন্তি। ফলে সপ্তমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মিশনটা ভালোভাবেই শুরু করলেন ফেদেরার।

নারী এককের আরেক ম্যাচে গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে সেরেনাকে ফাইনালে হারিয়ে শিরোপা জেতা নাওমি ওসাকাও জয় তুলে নিয়েছেন। তিনি চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রিকোভাকে ৬-২ ও ৬-৪ গেমে হারিয়ে পরের রাউন্ডে চলে যান। 

এদিন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও জয় পেয়েছেন। তিনি স্বদেশী ক্যাটেরিনা সিনিয়াকোভাকে ৬-১ ও ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন 

আরআইএস 
 

আরও পড়ুন