• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২০, ০৫:১৪ পিএম

কোভিড-১৯

অসহায়দের পাশে জাতীয় প্রমিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনাও

অসহায়দের পাশে জাতীয় প্রমিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনাও
জাতীয় প্রমিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা

কোভিড-১৯ প্রাদুর্ভাব বাংলাদেশে মানবজীবনে বিরূপ প্রভাব ফেলেছে। সরকারের অঘোষিত লকডাউনে কর্মহীন মানুষরা সবচেয়ে বেশি বিপাকে রয়েছে। এমন পরিস্থিতিতে সাতক্ষীরায় নিজ এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয় প্রমিলা ফুটবল দলের অধিনায়ক ও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থী সাবিনা খাতুন।

শনিবার (১৮ এপ্রিল) সকালে সবুজবাগ থানার পলাশপুর গ্রামের ৭০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, আলু, ছোলা, মুড়ি ইত্যাদি।

খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি বলেন, মানুষ মানুষের জন্য। এখন দুর্যোগের সময় সবাইকে সবার পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় লোকদের খুব উপকার হবে। আমি চাই, সবাই তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক।

সাবিনা গণ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় প্রমিলা ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

এসএমএম

আরও পড়ুন