• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ০৬:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৬, ২০২০, ০৬:৫৮ পিএম

কেন বলা হলো না পূজা ২৯ নয়, ৩০ জানুয়ারি : ইসি সচিব

কেন বলা হলো না পূজা ২৯ নয়, ৩০ জানুয়ারি : ইসি সচিব
ইসি সচিব মো. আলমগীর-ছবি : সংগৃহীত

সব কিছু বিবেচনায় নিয়েই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তারপরও সর্বোচ্চ আদালত কোনও নির্দেশনা দিলে তা মেনে নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।

তিনি বলেন, সরকারি ক্যালেন্ডার যখন হলো কেনো বলা হলো না, পূজা ২৯ তারিখে নয়, ৩০ তারিখে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন ইসি সচিব।

আলমগীর বলেন, সবকিছু বিবেচনায় নিয়েই কমিশন অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে ৩০ জানুয়ারি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি ক্যালেন্ডারে কিন্তু পূজার কথা বলা হয়েছে ২৯ তারিখে। এ ক্যালেন্ডার অক্টোবরে অনুমোদন হয়েছে। নভেম্বরে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে এই ক্যালেন্ডার গেছে। যারা আন্দোলন করছেন, তারা ওই সময় কেনো সরকারকে বলেননি, পূজা ২৯ তারিখে নয়, ৩০ তারিখে।

তিনি বলেন, আপিল আদালত তাদের কথা শুনবেন, আমাদের কথাও শুনবেন। এরপর একটা যুক্তিসঙ্গত এবং বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তই আমরা পাবো।মাননীয় আদালত যে সিদ্ধান্ত দেবেন সেটা তো কমিশন মেনে নেবেই।

এসএমএম

আরও পড়ুন