• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ১২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ১২:০৮ পিএম

পাপনের নাগপুরে যাওয়ার পথে বাধা ঘূর্ণিঝড় বুলবুল  

পাপনের নাগপুরে যাওয়ার পথে বাধা ঘূর্ণিঝড় বুলবুল  

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি মাঠে বসে দেখতে এবং ভারতীয় নতুন ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিসিবি সভাপতির সৌজন্য সাক্ষাতের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নাগপুরে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তার সেই যাওয়ার পথে বাধ সেধেছে ঘূর্ণিঝড় বুলবুল।

একটি ঘনিষ্ঠ সূত্র আগেই জানিয়েছিল, শনিবার (৯ নভেম্বর) পাপন ও গাঙ্গুলীর মধ্যে হতে যাওয়া সৌজন্য সাক্ষাতটি নাকি দ্বিপক্ষীয় বৈঠকে রূপ নিতে পারে। নাগপুরে যাওয়ার আগে পাপন কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন।

কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের কারণে এদিন কলকাতায় অবস্থানরত পাপন নাগপুরের ফ্লাইটেই উঠতে পারেননি। কারণ ঘূর্ণিঝড় বুলবুলের কারণে কলকাতা থেকে বিমান চলাচল বন্ধ ছিল।

বোর্ড সভাপতিকে তাই বাধ্য হয়েই কলকাতায় শনিবার রাত্রিযাপন করতে হয়েছে। আজ রোববার (১০ নভেম্বর) তার নাগপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখান থেকে তিনি যাবেন দিল্লিতে। পরে সেখান থেকে নাগপুরের বিমানে চড়ে দুপুরে টাইগারদের সঙ্গে পাপন যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

আরআইএস 
 

আরও পড়ুন