• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ০৯:২৩ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ০৯:২৩ এএম

হঠাৎ দেখা মিললো মানুষমুখো মাছ

হঠাৎ দেখা মিললো মানুষমুখো মাছ
মানুষমুখো মাছ- ছবি : ভিডিও থেকে নেয়া

রূপকথায় হয়তো আমরা মৎসকন্যা কথা শুনেছি। মৎসকন্যার কথা গল্পে থাকলেও এবার মানুষ মুখো মাছের দেখা পাওয়া গেছে। চীনের দক্ষিণ প্রান্তে অবস্থিত কানমিং শহর সংলগ্ন মিয়াও গ্রামের একটি লেকে এই মাছ দেখা গেছে। যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরা বলছেন, হ্যারি পটারের গল্প থাকা ভলডেমর্ট চরিত্রটি মাছ রূপে ফিরে এসেছে। অনেকে আবার বলছেন, এতদিন মানুষখেকো পিরনহা মাছের নাম শুনলেও এই প্রথম মানুষমুখো মাছকে প্রত্যক্ষ করলাম।

চীনের সংবাদমাধ্যমের দিয়ে একটি বেসরকারি টেলিভিশন জানায়, কিছুদিন আগে মিয়াও গ্রামে ঘুরতে গিয়েছিলেন এক মহিলা। বিভিন্ন জায়গায় ঘোরাফেরার ফাঁকে একটি লেক দেখতে পেয়ে তার ধারে বিশ্রাম করার জন্য কিছুক্ষণ বসেন। আর তখনই জলের দিকে তাকাতে গিয়ে দেখেন পাড়ের কাছে অদ্ভুত দর্শনের একটি মাছ ঘোরাফেরা করছে। একটু ভাল করে লক্ষ্য করে তিনি দেখতে পান মাছটির মুখটা পুরো মানুষের মতো। মানুষের মতোই চোখ, কপাল ও নাক রয়েছে। প্রথমে চমকে গেলেও পরে বুদ্ধি খাটিয়ে ওই মাছটির ভিডিও তুলে রাখেন তিনি। আর পরে সোশ্যাল মিডিয়াতে তা আপলোড করতেই ভাইরাল হয়ে যায়।

এসএমএম

আরও পড়ুন