• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০১৯, ০৭:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০১৯, ০৭:৫৩ পিএম

নেইমারকে পিএসজিতেই থাকতে বলছেন এমবাপ্পে 

নেইমারকে পিএসজিতেই থাকতে বলছেন এমবাপ্পে 
দুই পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে ও নেইমার - ছবি : মার্কা

নতুন মৌসুম মাঠে গড়ানোর আগে নেইমারের পিএসজি ছাড়া নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর তথ্যমতে, ফ্রেঞ্চ ক্লাবটি ছাড়তে মরিয়া হয়ে আছেন এই ব্রাজিলিয়ান তারকা। নিজের পুরনো ও ভয়ঙ্কর ফর্ম ফিরে পেতে সাবেক ক্লাব বার্সেলোনাতেই ফিরতে চান তিনি। 

বিভিন্ন কারণে নেইমার ক্লাব ছাড়তে মুখিয়ে থাকলেও, তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পে চান নেইমার যেন পিএজজিতেই থেকে যায়। সম্প্রতি তিনি জানিয়েছেন, নেইমারের সঙ্গে এ ব্যাপারে কথাও বলেছেন তিনি। 

সেসময় বর্তমান ক্লাবেই থেকে যাওয়ার জন্য এই ফরোয়ার্ডকে পরামর্শ দিয়েছেন এমবাপ্পে, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। সততা এবং সম্মানের সহিত তাকে পিএজজিতেই থাকতে আহ্বান জানিয়েছে আমি। নেইমার জানে, আমি তার পরিস্থিতি সম্পর্কে অবগত আছি।’  

পিএসজির কোচ টমাস তুখেলও আশাবাদী আগামী মৌসুমে নেইমারকে নিজের ছাত্র হিসেবে পাওয়ার ব্যাপারে। তিনি বলেছেন, ‘নেইমার আমাদের সঙ্গেই আছে। প্রথম লীগ ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আমরা মুখিয়ে আছি। সে যখন মাঠে নামে ফুটবল অনেক উপভোগ করে। আজকের ট্রেনিং সেশনেও আমি তাকে অনেক পরিশ্রম করতে দেখেছি।’  

এসএইচএস  

 

আরও পড়ুন