• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০১:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৩:০৬ পিএম

মুস্তাফিজের সামনে ‘হাফসেঞ্চুরি’র হাতছানি

মুস্তাফিজের সামনে ‘হাফসেঞ্চুরি’র হাতছানি
ছবি : টুইটার

শিরোনাম দেখে চমকে যাওয়ার কিছু নেই। আগের ম্যাচে শেষদিকে নেমে মোস্তাফিজুর রহমান চার-ছক্কা হাঁকিয়েছিলেন বটে, কিন্তু তাই বলে তাকে আজ টপ অর্ডারে নামিয়ে দেয়া হচ্ছে না। ব্যাটিংয়ে শেষদিকে নামায় মোস্তাফিজের সামনে টি-টুয়েন্টিতে হাফসেঞ্চুরি হাঁকানোর সম্ভাবনা অত্যন্ত কম।

তবে বুধবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মোস্তাফিজের সামনে থাকছে হাফসেঞ্চুরি করার সুযোগ। সেটা রানের দিক থেকে নয়, টি-টুয়েন্টি ক্রিকেটে উইকেটের দিক থেকে। এখন পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলে মোস্তাফিজ উইকেট নিয়েছেন ৪৯টি। 

জিম্বাবুয়ের বিপক্ষে এক উইকেট পেলেই টি-টুয়েন্টি ক্রিকেটে উইকেটের ‘হাফসেঞ্চুরি’  করবেন কাটার মাস্টার হিসেবে খ্যাত এই ক্রিকেটার। বিশ্বের ২৭তম এবং বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে ৫০ উইকেটের মালিক হবেন তিনি। এর আগে বাংলাদেশের পক্ষে টি-টুয়েন্টিতে ৫০ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।

এমএইচবি

আরও পড়ুন