• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০২:১৪ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১৭, ২০২০, ০২:১৪ পিএম

পাকিস্তানে যাবেন না মুশফিক, জানিয়েছেন নান্নুকে

পাকিস্তানে যাবেন না মুশফিক, জানিয়েছেন নান্নুকে

দুবাইয়ে বিসিবি ও পিসিবি সভাপতির বৈঠক বদলে দিয়েছে অনেক কিছু। নিশ্চিত করেছে, তিন দফায় তিন ফরম্যাটেই হবে বাংলাদেশের পাকিস্তান সফর। ২৪ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে যার। তবে সব বদলে গেলেও বদলাননি একজন, মুশফিকুর রহিম। 

আগেই জানিয়েছিলেন পাকিস্তানে খেলতে যেতে চান না তিনি। নিজের সেই অবস্থানে অনঢ় আছেন বর্তমানে দেশসেরা এই ব্যাটসম্যান। শীঘ্রই ঘোষণা করা হবে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দল। অপেক্ষাটা মূলত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদনের। 

তবে তার আগেই মুশফিক জানিয়ে দিয়েছেন পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে যাতে না রাখা হয় তাকে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে ফোন করে মুশফিক অনুরোধ করেছেন টি-টোয়েন্টির দলে তাকে না রাখতে। এ ব্যাপারে আনুষ্ঠানিক চিঠি দিতে বলা হয়েছে মুশফিককে, এরপর তাকে ছাড়াই ঘোষণা হবে ১৫ জনের টি-টোয়েন্টি দল।

এমএইচবি

আরও পড়ুন