• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ০৫:১৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০৫:১৭ পিএম

দুস্থ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

দুস্থ ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে সহায়তা দেবে ক্রীড়া মন্ত্রণালয়
ফাইল ছবি

করোনাভাইরাস (কোভিড-১৯) এর দুর্যোগে খেলোয়াড়দের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।

তিন স্তরের সাহায্য কর্মসূচিতে প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১ হাজার অসচ্ছল ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

করোনার অনাকাঙ্ক্ষিত ছুটিতে ঘরবন্দী খেলোয়াড়-কোচ-কর্মকর্তা। মাঠে নেই খেলা, তাই বছরজুড়ে ব্যস্ত মতিঝিলের স্টেডিয়াম পাড়ায় শুনশান নিরবতা। ক্রিকেটার, ফুটবলারের মতো আর্থিকভাবে সচ্ছল খেলোয়াড়রা লকডাউনে দিনগুলো ভালোভাবে পার করলেও বেকায়দায় পড়েছেন অসচ্ছলরা। বিশেষ করে হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিক্সের মতো ইভেন্ট নির্ভর ডিসিপ্লিনের খেলোয়াড়রা। রুটি-রুজির একমাত্র পথ বন্ধ হওয়ায় বিপাকে তারা।

এসএমএম

আরও পড়ুন