• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০২০, ১০:২৬ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০২০, ১০:২৬ এএম

মিলানে বিধ্বস্ত জুভেন্টাস

মিলানে বিধ্বস্ত জুভেন্টাস

মিলানে বিধ্বস্ত জুভেন্টাস। ইতালিয়ান লিগে শীর্ষে থাকা ওল্ড লেডিদের গোলবন্যায় ভাসিয়েছে এসি মিলান। এগিয়ে থেকেও ৪-২ গোলের হেরেছে জুভেন্টাস।

হঠাৎই যেন স্পট লাইটটা ঐতিহ্যের এসি মিলানে। কেনই বা হবে না, ২০১৬ সালের পর সিরি আতে যে জুভেন্টাস বিপক্ষে জয় উৎসব করেছে মিলান। তাও আবার পিছিয়ে থেকে।

ছয় গোলের ম্যাচে অবশ্য প্রথমার্ধটা কাটে গোল খড়ায়। দ্বিতীয় শুরুতেই লিড নেয় জুভেন্টাস, আদ্রিয়া র‍্যাবিও নৈপূর্ণ্যে।

ছয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জায়ান্টরা। এবার স্কোরসিটে নাম তোলে ক্রিশ্চিয়ানো রোনালদো। মৌসুমে এটি ২৬তম গোল সিআরসেভেনের।

৬২ মিনিটে স্পট কিকে ব্যবধান কমায় জলাতান ইব্রাহিমোবিচ। চার মিনিটের ব্যবধানে মিলানকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসি।

সবাই কে চমকে পরের মিনিটেই দলকে লিড এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও।

মিলানের এগিয়ে যাওয়ার গল্পে যেন গোল উপহার দিলেন অ্যালেক্স সান্দ্রো। তার ভুলে ভুল করেননি রেবিক।

তাতে সাত ম্যাচ পর হারের সাত পেল শীর্ষে থাকা জুভেন্টাস। ৩১ ম্যাচে চতুর্থ হার তুরিনের ওর্ল্ড লেডিদের। লাতসিও সাথে ৭ পয়েন্টে এগিয়ে চ্যাম্পিয়নরা।

কেএপি

আরও পড়ুন