• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৯, ১০:০৭ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১১, ২০১৯, ১০:০৭ এএম

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ

বিক্ষোভের মুখে বলিভিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস -ছবি : বিবিসি

নির্বাচনে কারচুপির অভিযোগে ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। 

গত মাসের নির্বাচনে নির্বাচিত  হয়েছিলেন তিনি।

বিবিসি জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো ২০ অক্টোবরের নির্বাচনে কারচুপির তথ্য প্রমাণ উপস্থাপন করে নির্বাচন প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করেন। মোরালেস তা স্বীকার করলে দেশটির নির্বাচন কমিশন ফল বাতিল করেন। এরপর বিরোধী দল, পুলিশ এবং সেনাবাহিনী প্রধান প্রেসিডেন্ট মোরালেসের পদত্যাগের দাবি করলে টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে মোরালেস পদত্যাগের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীদের হামলা ও ভাঙচুর বন্ধ করার আহ্বান জানান।

তার পদত্যাগের পর একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট আলভ্যারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট অ্যাড্রিয়ানা স্যালভেটিয়ারাও পদত্যাগ করেন। এ খবরে রাজপথে আনন্দ উল্লাস করে বিরোধী দলগুলো।

২০০৬ সাল থেকে বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ইভো মোরালেস। তিনি বলিভিয়ার প্রথম প্রেসিডেন্ট যিনি নৃতাত্বিক গোষ্ঠীর সদস্য।

কতবার প্রেসিডেন্ট হওয়া যাবে, এবিষয়ে সাংবিধানিক আদালতের একটি বিতর্কিত সিদ্ধান্তের পর অক্টোবরের নির্বাচনে তিনি টানা চতুর্থবারের মত অংশগ্রহণ করেন।

এসএমএম

আরও পড়ুন