• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৯, ০৮:২৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৩, ২০১৯, ০৮:২৫ পিএম

কাউকে ব্যক্তিগত আক্রমণের ইচ্ছা নেই : সাকিব

কাউকে ব্যক্তিগত আক্রমণের ইচ্ছা নেই : সাকিব
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাকিব আল হাসান-সংগৃহীত

ক্রিকেটারদের ১১ দফা দাবির প্রেক্ষিতে মঙ্গলবার (২২ অক্টোবর) বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে তিনি ক্রিকেটারদের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। তার এমন বক্তব্যকে অনেকেই দেখছেন ব্যক্তিগত আক্রমণ হিসেবে।

বুধবার (২৩ অক্টোবর) বোর্ড সভাপতির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্রিকেটারদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে গুলশানে সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব বলেন, কাউকে ব্যক্তিগত আক্রমণ করার ইচ্ছা নেই তাদের।

তিনি বলেন, বিসিবিকে আমরা আগের মতোই সম্মান করি, যেটা আগেও ছিল, এখনও আছে। এখানে সব প্লেয়ারই খেলতে চায়, সুস্থ থাকতে চায় এবং ফ্যামিলিকে সাপোর্ট করতে চায় খেলার মাধ্যমে। এসবের জন্যই মাঝে-মধ্যে দাবি-দাওয়া করা লাগে এবং সেটাই করা হয়েছে।

এমএইচবি/এসএমএম

আরও পড়ুন